‘তিমির হননের গান’ কবিতায় কবি জীবনানন্দের যে জীবন দর্শনের পরিচয় পাওয়া যায়, তা আলোচনা করো।  অথবা ‘তিমির হননের গান’ কবিতায় কবি জীবনানন্দের আস্তিক্যবোধের পরিচয় দাও।

জীবনানন্দ দাশের ‘তিমির হননের গান’ কবিতাটি ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের অন্তর্গত। জীবনানন্দ দাশ জীবনের নৈরাশ্য, হতাশা, বিষন্নতা এবং নিসঙ্গতাকে অতিক্রম করে শেষপর্যন্ত আস্তিক্যবোধের উপর আস্থা রেখেছেন। ‘তিমির হননের গান’ কবিতায় সেই আস্তিক্যবোধের প্রকাশ ঘটেছে। এই কবিতায় তিনি তিমির তথা অন্ধকারকে দূর করে সূর্যের আলোর প্রত্যাশা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও বিয়াল্লিশের মন্বন্তরের পটভূমিতে দাঁড়িয়ে কবি খুঁজেছেন … বিস্তারিত পড়ুন

National building regulations (sa). Saraswat bank co operative ltd. Top 5 best local builders merchants – fylde & wyre dm developments north west.