বিভক্তি কাকে বলে ? শূন্য বিভক্তি বলতে কী বোঝ ? তির্যক বিভক্তি কাকে বলে ?

যে সব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর শেষে সংযুক্ত হয়ে অর্থপ্রকাশ করে ,সেই সব বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে । যেমন – কে ,রে ,এর ইত্যাদি

শূন্য বিভক্তিঃ  যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোন পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে।

উদাহরণঃ  বুলবুলিতে ধান খেয়েছে ধান পদে সাধারণ দৃষ্টিতে মনে হয় কোনো বিভক্তি চিহ্ন নেই । কিন্তু আছে । যেমন : ধান + অ । এখানে ‘অ’ শূন্য বিভক্তি হিসাবে কাজ করছে ।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

The planning and construction of the navi mumbai metro are being overseen by cidco. Agar tum saath ho lyrics in kannada. Elementor #3558 dm developments north west.