উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলি বিন্যস্ত করো।

স্বরধ্বনিকে উচ্চারণ করার সময় শ্বাসবায়ু যেহেতু কোথাও বাধা পায় না, তাই সাধারণ ভাবে এদের উচ্চারণ স্থান অনুযায়ী ভাগ করা হয় না, মুখগহ্বরের আকার আকৃতি অনুসারেই ভাগ করা হয়ে থাকে। তবু বাগ্যন্ত্রের যে স্থানটি একটি স্বরের উচ্চারণে সক্রিয় ভূমিকা পালন করে, সেই স্থান অনুসারে স্বরের উচ্চারণ স্থান নির্ণয় করা হয়। নিচে এই অনুসারে বাংলা স্বরগুলির উচ্চারণ স্থান নির্দেশ করা হলো।

অ, আ, অ্যা – কণ্ঠ্য

ই (এবং ঈ)- তালব্য

প্রেরণ

ঋ – মূর্ধণ্য (বাংলায় নেই,

উ (এবং ঊ) – ওষ্ঠ্য

এ ঐ – কণ্ঠ্য-তালবা

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Explore your city business guide– .  tere vaaste falak se|tere vaaste lyrics in english hindi and kannada|vicky, sara, varun j, sachin jigar,…. Bespoke kitchens dm developments north west.