অপশ্রুতি অলংকার কাকে বলে ? উদাহরণসহ ব্যাখ্যা করো।

অপশ্রুতি (ইংরেজি: Apophony বা Ablaut) বলতে কোন শব্দের স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির যে পরিবর্তনের মাধ্যমে শব্দটির ব্যাকরণিক ভূমিকা পরিবর্তন ঘটে, তাকে বোঝায়।

উদাহরণস্বরূপ, ইংরেজি ভাষাতে নিচের উদাহরণগুলির মত করে স্বরধ্বনির পরিবর্তনের মাধ্যমে ক্রিয়ার কাল, সকর্মকতা/অকর্মকতা কিংবা বিশেষ্যের বচনের পরিবর্তন নির্দেশিত হতে পারে।

  • sing, sang, sung, song
  • rise, raise
  • bind, band
  • goose, geese

একইভাবে ব্যঞ্জনধ্বনির পরিবর্তনের মাধ্যমেও ব্যাকরণিক পার্থক্য নির্দেশ করা সম্ভব।

  • belief, believe
  • house (বিশেষ্য), house (ক্রিয়া)   (ধ্বনিগতভাবে: [haʊs](বিশেষ্য), [haʊz] (ক্রিয়া))

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Safety & security dm developments north west. Saraswat bank co operative ltd. Touching touching song lyrical video | japan (telugu)| south film.