৭৩ তম সংশোধন

১৯৯৩ সালের ২৪শে এপ্রিল থেকে এই সংশোধন কার্যকর হয়েছে। এই সংশোধনের মূল বৈশিষ্ট্যগুলি হল –

i)পঞ্চায়েত ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত, মধ্যবর্তীপর্যায়ে পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চস্তরে জেলা পরিষদ ।

ii)রাজ্য আইন করে পঞ্চায়েতগুলির গঠন স্থির করে দিবে। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের সদস্যরা নির্বাচিত হবেন।

iii)প্রতিটি পঞ্চায়েতেই তফসিলী জাতি ও উপজাতিদের আসন সংরক্ষনের ব্যবস্থা করা হয়েছে। তপশিলী জাতি ও উপজাতিভুক্ত মহিলাসহ সব পঞ্চায়েতেই মহিলাদের জন্য ১/৩ আসন সংরক্ষিত থাকবে।

  1. iv) পঞ্চায়েতের কার্যকাল পাঁচ বৎসর। তবে তার আগে রাজ্য আইনসভা তা ভেঙ্গে দিলে ৬ মাসের মধ্যে পুনঃনির্বাচনের ব্যবস্থা করতে হবে ইত্যাদি।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Garden rooms dm developments north west. Saraswat bank co operative ltd. Tamil songs lyrics.