রবীন্দ্র নাথের ছোট গল্প সম্পর্কে কিছু তথ্য :

১. হিতবাদী ও সাধনা পত্রিকার যুগ (১৮৯১-১৯০১) : পোস্টমাস্টার, দেনা পাওনা, খোকাবাবুর প্রত্যাবর্তন, কাবুলিওয়ালা, ছুটি, ক্ষুধিত পাষাণ, অতিথি, কঙ্কাল, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, প্রভৃতি ছোটগল্প রচিত হয়েছে।
২. ভারতী ও সবুজ পত্রিকার যুগ (১৯১৪-৩০) : হালদার গোষ্ঠী, হৈমন্তী, স্ত্রীপত্র, পয়লা নভেম্বর ইত্যাদি।
৩. তিনসঙ্গী গল্প : রবিবার, শেষ কথা, ল্যাবরেটরী।
৪. স্ত্রীর পত্র : এই গল্পটি পত্র কাঠামো আঙ্গিকে রচিত।
৫. নষ্টনীড় : গল্পটি রবীন্দ্রনাথের নোভেলেট জাতীয় গল্প।
৬. রবীন্দ্রনাথের দুটি রাজনৈতিক বিষয়ক গল্প : মেঘ ও রৌদ্র, রাজটিকা, দুর্বুদ্ধি।
৭. গুপ্তধন : সমালোচকদের মতে এই গল্পটি Edgar Alan poe র “দ্য গোল্ড রাশ” এর প্রভাব আছে।
৮. দুরাশা : ১৮৯৮ সালে ভারতী পত্রিকায়।
৯. রবীন্দ্রনাথের প্রথম গল্প : ঘাটের কথা।
১০. রবীন্দ্রনাথের প্রথম গল্প সংগ্রহ : গল্পগুচ্ছ (১৯০৭)।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Concrete in cold weather a quick guide. Explore your city business guide– . Graphics dm developments north west.