মৌলিক অধিকার ও সাধারন অধিকারের মধ্যে পার্থক্য কি?

মৌলিক অধিকার ও সাধারন অধিকারের মধ্যে পার্থক্যগুলি হল –

১। মৌলিক অধিকার সংবিধানে লিখিত অবস্থায় থাকে এবং সংবিধানের দ্বারা সংরক্ষিত হয়।

অন্যদিকে সাধারন অধিকার সাধারন আইনের দ্বারা স্বীকৃতি পায় এবং সংরক্ষিত হয়।

২। মৌলিক অধিকার পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধন করতে হয়; কিন্তু সাধারন অধিকার পরিবর্তন করতে সংশ্লিষ্ট সাধারন আইনটি পরিবর্তন করলেই চলে।

৩। মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সংবিধানে ৩২ ও ২২৬ নং ধারার সাহায্যে সাংবিধানিক প্রতিবিধানের ব্যবস্থা করা যায় অন্যদিকে সাধারন আইন লঙ্ঘনের ক্ষেত্রে সাংবিধানিক প্রতিবিধানের ব্যবস্থা করা যায় না, সে রকম পরিস্থিতির মোকাবিলার জন্য সাধারন আইন আইনের সাহায্য নিতে হয়।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Ravi sheth patil pen ravished patil is an indian politician and a member of the 14th maharashtra legislative assembly. Hamari adhuri kahani lyrics in english archives songs lyrics. Our team dm developments north west.