ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কী বোঝায় ? এর বৈশিষ্ট্যগুলি লেখো।

ব্যক্তিত্বের সংলক্ষণ

ব্যক্তির এমন কত গুলি গুণ বা বৈশিষ্ট্য যার দ্বারা আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তির থেকে পৃথক করতে পারি। ব্যক্তির এই স্থায়ী গুণ বা বৈশিষ্ট্যকে ব্যক্তিত্বের সংলক্ষন বলে। 

প্রাথমিক সংলক্ষন – বুদ্ধিমান, স্বাধীনচেতা, নির্ভরযােগ্য। শান্ত, প্রফুল্ল, মিশুক। অনুভূতিপ্রবণ, কোমল হৃদয়, সহানুভূতিসম্পন্ন। মার্জিত, রুচিসম্পন্ন ও সৌন্দর্যপ্রিয়। বিবেক বুদ্ধি সম্পন্ন, দায়িত্ব গ্রহণ সম্পন্ন।

বিপরীত সংলক্ষন – নির্বোধ, নির্ভরশীল, অনির্ভরযােগ্য। অশান্ত, বিষন্ন, নির্জনতাপ্রিয়। উদাসীন, কঠিন হৃদয়, দামামা শূন্য। অমার্জিত ও স্থূল রুচিসম্পন্ন। আবেগপ্রবণ ও দায়িত্ব জ্ঞানশূন্য।

সংলক্ষণের বৈশিষ্ট্য :

1) সর্বজনীন : ব্যক্তির জন্মগত প্রবণতা ও পরিবেশ, এই দুই প্রতিক্রিয়া থেকেই ব্যক্তিত্বের সংলক্ষন গুলি সৃষ্টি হয়। কিছু কিছু সংলক্ষন আছে যেগুলাে সকলের মধ্যে থাকে। যেমন- উচ্চতা এবং ওজন।

2) মানসিক ও আচরণমূলক : ব্যক্তিত্বের সংরক্ষণের দুটি দিক রযেছে। একটি হল মানসিক ও অপরটি হল আচরণমূলক। যেমন- ভদ্রতা :মনের দিক থেকে ভদ্র, মার্জিত, রুচিসম্পন্ন মনােভাবকে বােঝায় এবং আচরণের দিক থেকে সভ্য আচরণকে বােঝায়।

3) পরিমাপযােগ্য : ব্যক্তিত্বের সংলক্ষন গুলি প্রত্যেকটি মানুষের মধ্যে কম বেশি পরিমাণে থাকে। সাধারণ মানুষের মধ্যে কোন গুনই চরম মাত্রায় থাকেনা। প্রতিটি সংলক্ষন প্রতিটি ব্যক্তির মধ্যে কি পরিমানে বর্তমান তা নির্ধারণ করা যায়। যেমন- বুদ্ধিমান, কোন ব্যক্তির বেশি বুদ্ধি আবার কোন ব্যক্তির কম বুদ্ধি। 

4) সংলক্ষণগুলি কম বেশি স্থায়ী : বাহ্যিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে ব্যক্তিত্বের সংলক্ষন গুলির পরিবর্তন ঘটলেও ব্যক্তির আচরণের মধ্যে এগুলি কমবেশি স্থায়ী। যেমন-যে ব্যক্তি উদার মনােভাব মােটামুটি সব অবস্থাতেই তারা আচরণের মধ্যে এই উদারতার পরিচয় পাওয়া যায়। 

5) নিজস্বতা : সংলক্ষন ব্যক্তির নিজস্বতা বজায় রাখতে সাহায্য করে। প্রতিটি ব্যক্তির মধ্যে নিজস্বতা থাকে যা অন্য কারাের সঙ্গে তুলনা করা যায় না। যেমন- কোন ব্যক্তি মার্জিত, রুচিসম্পন্ন, আবার কোন ব্যক্তি অমার্জিত ও স্থলরুচিসম্পন্ন।

6) দ্বিমুখীতা : ব্যক্তিত্বের সংলক্ষণের অন্যতম বৈশিষ্ট্য হল এর দ্বিমুখীতা। কোন ব্যক্তির ব্যক্তিত্বের কোন বিশেষ সংলক্ষন নির্ণয় করতে হলে দুটি পরস্পর বিরােধী গুনকে দুই দিকে রেখে বিচার করতে হবে। যেমন— সামাজিকতা, সামাজিকতা সংলক্ষণটির দুটি দিক আছে, একটি সামাজিকতা এবং অপরটি হল অসামাজিকতা।যে ব্যক্তির মধ্যে এই সংলক্ষণটি অধিক পরিমাণে থাকবে তাকে সামাজিক এবং যার মধ্যে খুব কম পরিমাণে থাকবে তাকে অসামাজিক বলা হবে। 7) সংলক্ষণ আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায় : ব্যক্তিত্বের সংলক্ষন গুলি সর্বদা পর্যবেক্ষণ করা যায় না ব্যক্তির বিভিন্ন কাজ কর্মের মধ্য দিযে ব্যক্তিত্বের সংলক্ষন গুলি প্রকাশ পায়। যেমন – কোন ব্যক্তি বিবেকবুদ্ধি সম্পন্ন আবার কোন ব্যক্তির আবেগপ্রবণ।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

National building regulations (sa). Tushar enterprises pen raigad. Garden rooms dm developments north west.