গেস্টাল্ট মতবাদের ত্রূটিগুলি লেখাে।

–  গেস্টাল্ট মতবাদের ত্রূটি

শিখন সম্পর্কে গেস্টাল্টবাদীরা পরীক্ষণ এবং আলােচনার মাধ্যমে অনেক জটিল বিষয়কে ব্যাখ্যা করেছেন। তবুও এই শিখন কৌশল সমালােচনার ঊর্ধ্বে নয়। গেস্টাল্ট মতবাদের যেসকল ত্রূটি লক্ষ করা যায় সেগুলি হল— 

(১) প্রচেষ্টা ও ভুলের শেষ ধাপ: অন্তদৃষ্টির পেছনে সবসময় প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি কাজ করে। এই প্রচেষ্টা ও ভুলের পদ্ধতিতে এগােতে এগােতে তবেই অন্তদৃষ্টি আসে। তাই অনেকে অন্তদৃষ্টিকে শিখনের শেষ স্তর হিসেবে বিবেচনা করেন।

(২) অন্তদৃষ্টি’কথার প্রয়ােগে অস্পষ্টতা: কিছুসংখ্যক মনােবিদগণের বক্তব্য কৌশল বা ফলাফল— কোল্টা তা গেস্টাল্টবাদীরা খুব পরিষ্কার করে কিছু বলেননি।

(৩) সবরকম শিখনকে ব্যাখ্যা করা যায় না: বােধশক্তিহীন শিশুরা অনেক আচরণই যান্ত্রিকভাবে শুধুমাত্র অনুকরণের মাধ্যমে শেখে, তার জন্য কোনাে তাড়নার প্রয়ােজন হয় না। শিশুদের এই ধরনের আচরণের ব্যাখ্যা গেস্টাল্টবাদীরা দিতে পারে না।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

If you are in the home building industry then this is a must read. Sana wallpaper & carpet pen raigad. Garden rooms & out buildings dm developments north west.