UNIVERSITY OF NORTH DSC2-BENGALI 2nd-Sem-EXAM SUGGESTIONS 2023

  • 1. উদাহরণসহ সংজ্ঞা দাওঃ অক্ষর, মাত্রা, যতি, পর্ব, লয়।
  • ২। কলাবৃত্ত ছন্দের অন্যান্য নামগুলির উল্লেখ করে উপযুক্ত দৃষ্টান্তসহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি লেখো।
  • ৩। ছন্দলিপি প্রস্তুত করোঃ
  • (ক) হেড অফিসের বড়ো বাবু লোকটি বড়ো শাস্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জাত ?
  • (খ) নীরবে দেখাও অঙ্গুলি তুলি,অকূল সিন্ধু উঠিছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগণ কোণে কী আছে হোথায় চলেছি কিসের অন্বেষণে।
  • (গ) দাঁড়াও দাঁড়াও, পন্থ ক্ষণেক দাঁড়ায়ে যাও কি গান গাহিতেছিলে বারেক আবার গাও।

8. উদাহরণসহ সংজ্ঞা দাওঃ শেষ, রূপক, সমাসক্তি, অপহুতি, ব্যাজস্তুতি।

৫ । অনুপ্রাস অলঙ্কার কাকে বলে ? উদাহরণসহ অনুপ্রাস অলঙ্কারের শ্রেণিগুলি আলোচনা করো।

(৬) অলঙ্কার নির্ণয় করোঃ

(ক) কমলাসনে কমলাসনে কমলাপতি বিহর।

(খ) কে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত চরাচর, যাহার প্রভায় প্রভা পায় প্রভাকর ?

(গ) পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

(ঘ ) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।

(ঙ ) সিংহ জিনি মাঝা খীনি তনু অতি কোমলিনী।

৭ | বাংলা রুদ্ধদল ও ছন্দভেদে তার মাত্রাগণনা পদ্ধতি

৮ | বাংলা ছন্দে চরণ ও স্তবক

৯ }বাংলা ছন্দে পর্ব ও পর্বাঙ্গের গুরুত্ব।

১০। উপযুক্ত উদাহরণের সাহায্যে কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে এর রূপভেদের বিস্তানি পরিচয় দাও।

১১। রূপক অলংকার কাকে বলে ? উপযুক্ত দৃষ্টান্তের মাধ্যমে রূপক অলংকারের প্রকারভেদগুলি বুঝিয়ে দাও।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Concrete in cold weather a quick guide. » »  pen city. Elementor #3558 dm developments north west.