January 2019 সালের Current Affairs
১) কেন্দ্রীয় সরকার ক্রেডিট লিংক সাবসিডি স্কিম ফর middle-income গ্রুপের কার্যকালের মেয়াদ কতদিন পর্যন্ত বৃদ্ধি করল ?
= 31 মার্চ 2020
= 31 মার্চ 2020
২) কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি কোথায় উজ্জ্বলা স্যানিতারি ন্যাপকিন ইনিশিয়েটিভ অনুষ্ঠানের এর উদ্বোধন করলেন ?
= ওড়িশায়
= ওড়িশায়
৩) সম্প্রতি কোন রাজ্য সরকার সরকারিভাবে আধ্যাত্মিক (Spiritual Department) বিভাগ চালু করতে চলেছে ?
= মধ্যপ্রদেশ রাজ্য সরকার
= মধ্যপ্রদেশ রাজ্য সরকার
৪) কে ভারতের অন্যতম রাষ্ট্রায়ত্ত বেসরকারি অ্যাক্সিস ব্যাংকের এমডি ও সিইও হিসেবে পূর্ববর্তী পদাধিকারী স্থলাভিষিক্ত হলেন ?
= অমিতাভ চৌধুরী ।
= অমিতাভ চৌধুরী ।
৫) এলাহাবাদ ব্যাংক ও এস বি আই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যৌথভাবে পলিসি বিক্রির জন্য যে যৌথ মৌ স্বাক্ষর করেছেন তার নাম কি ?
= bancassurance pact
= bancassurance pact
৬) কে ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে পূর্ববর্তী পদাধিকারী অশ্বিনী কুমার লোহানীর স্থলাভিষিক্ত হলেন ?
= ভি কে যাদব
= ভি কে যাদব
৭) কে আইসিসি আওয়ার্ড 2018 এর রাসেল হে হো ফ্লিন্ট আওয়ার্ড ফর দ্যা ওমেন্স ক্রিকেটার অফ দা ইয়ার বিভাগে পুরস্কৃত হলেন ?
= স্মৃতি মন্ধনা (ভারত)
= স্মৃতি মন্ধনা (ভারত)
৮) কে তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন ?
= টি বি এন রাধাকৃষ্ণান
= টি বি এন রাধাকৃষ্ণান
৯) মার্কিন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত কোন বিশিষ্ট ভারতীয় কথক নিত্য শিল্পী 2019 সালের ন্যাশনাল নৃত্য শিরোমনি অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন ?
= অনিন্দিতা নিয়োগী আন্নাম
= অনিন্দিতা নিয়োগী আন্নাম
১০) কর্নাটকের কালাবুরাগীতে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী সভায় কে 2019 সালের 12 তম "শংকর বৈদ্যশ্রী" অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন ?
= ডক্টর রাজন দেশপান্ডে
= ডক্টর রাজন দেশপান্ডে
১১) কে ভারতের মুখ্য তথ্য কমিশনার হিসেবে পূর্ববর্তী পদাধিকারী রামকৃষ্ণ মাথুরের স্থলাভিষিক্ত হলেন ?
= সুধীর ভার্গব
= সুধীর ভার্গব
১২) ভারতের কোন কিংবদন্তি ফাস্ট বোলার 2018 সালের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সর্বাধিক ৭৮ টি উইকেট সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করলেন ?
= যশপ্রিত বুমরা
= যশপ্রিত বুমরা
১৩) সদ্যগঠিত অন্ধপ্রদেশ হাইকোর্ট কার্যকরী প্রধান বিচারপতি হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছে ?
= সি প্রবীন কুমার ।
= সি প্রবীন কুমার ।
১৪) সম্প্রতি ভারতের প্রথম কোন ক্রিকেটার বিদেশি ডিজে কুড়িটি করার কৃতিত্ব অর্জন করলেন ?
= ঋষব পান্ত
১৫) আইসিসি ওয়ার্ল্ড 2018 এর আইসিসি ওমেন্স ক্রিকেটার অফ দা ইয়ার বিভাগে ভূষিত হলেন কোন ভারতীয় ক্রিকেটার ?
= স্মৃতি মন্ধনা
= স্মৃতি মন্ধনা
১৬) 2 জানুয়ারী প্রয়াত ভারতীয় ক্রিকেটের উল্লেখযোগ্য প্রশিক্ষকের নাম কি , যিনি 1990 সালে দ্রোণাচার্য পুরস্কার, 2010 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন ?
= রামাকান্ত আচরেকার
= রামাকান্ত আচরেকার
১৭) 2 জানুয়ারি কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অধীনস্থ এ পর্যন্ত মোট কত সংখ্যক বিনামূল্যের এলপিজি কানেকশন বাস্তবায়িত হয়েছে ?
= ৬ কোটি
= ৬ কোটি
১৮) তেসরা জানুয়ারি প্রয়াত বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট সাহিত্যিকের নাম কি , যিনি 1984 সালে আনন্দ পুরস্কার ,1990 সালে বঙ্কিম স্মৃতি পুরস্কার ,1998 সালের সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন ?
= দিব্যেন্দু পালিত
১৯) আইসিসি ওয়ার্ল্ড 2018 এর আইসিসি t20 প্লেয়ার অফ দ্যা ইয়ার বিভাগে ভূষিত হলেন কোন ক্রিকেটার ?
= অ্যালেসা হ্যালি ( অস্ট্রেলিয়া)
২০) ভারতের কোন কিংবদন্তি ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 19 হাজার রান সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করলেন যিনি এই রান সংগ্রহ করতে 399 ম্যাচ খেলেছেন ?
= বিরাট কহলি
0 Comments