Geography in Bengali
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
২১) দ্রাঘিমা রেখার অপর নাম কি ?
= দেশান্তর রেখা
২২) ভারতের সবচেয়ে পূর্বের স্থানটির নাম কি ?
= কিবিথু
২৩) সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি ?
= শুক্র গ্রহ
২৪) কোন শিলায় জীবাশ্ম দেখা যায় ?
= পাললিক শিলায়
২৫) পৃথিবীর কোথায় সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান ?
= নিরক্ষরেখায়
২৬) বায়ুমন্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় ?
= মেসোস্ফিয়ার
২৭) ইয়াক প্রাণী কোথায় দেখা যায় ?
= তিব্বতে
২৮) হয ভারতীয় সময় গ্রীনিচ সময় থেকে কত সময় এগিয়ে আছে ?
= 5 ঘন্টা 30 মিনিট
২৯) অস্ট্রিয়ার রাজধানী কোথায় ?
= ভিয়েনা
৩০) সাদা হাতির দেশ কোন দেশকে বলা হয় ?
= থাইল্যান্ড
৩১) প্রাচীনকালে কোন শহর "জ্যোতিষশাস্ত্রের নগর" হিসেবে পরিচিত ছিল ?
= গুয়াহাটি
৩২) গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত ?
= সবরমতী নদী
৩৩) নিষিদ্ধ শহর বলা হয় ___
= লাসা শহরকে
৩৪) কোন শহরকে ভারতের রোম বলা হয় ?
= দিল্লি
৩৫) ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি ?
= রাচি
৩৬) 1947 থেকে 1953 পর্যন্ত কোন শহর পাঞ্জাবের সদর দপ্তর ছিল ?
= সিমলা
৩৭) অরুণাচল প্রদেশের পূর্ব কি নাম ছিল ?
= NEFA
৩৮) "দক্ষিণ ভারতের কাশী" কোন শহরকে বলা হয় ?
= মাদুরাই
৩৯) ভারতের গভীরতম বন্দর এর নাম কি ?
= বিশাখাপত্তনম
৪০) পৃথিবীর কোন শহরে জনসংখ্যা সর্বাধিক ?
= টোকিও
0 Comments